আবদুল জব্বারের চিকিৎসার দায়িত্ব নিতে প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি
০৬ জুন ২০১৭, নিরাপদ নিউজ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তী কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের চিকিৎসার দায়িত্ব নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ওসমানীনগরের মুক্তিযোদ্ধারা।
এই লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আফতাব আহমদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধারা স্মারকলিপিতে উল্লেখ করেন, জাতীর বীর সন্তান হিসেবে অসুস্থ মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার পূর্ণ দায়িত্ব ভার নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে আব্দুল জব্বারের চিকিৎসার ব্যয় মেটাতে কোন সমস্যা হবে না বলে উল্লেখ করা হয়। আর এই দায়িত্ব নিবেন বলেও আশা ব্যক্ত করে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা হতে একশ’ টাকা হারে কেটে নিয়ে আব্দুল জব্বারের চিকিৎসার ব্যয় মেটানোর অনুরোধক্রমে প্রস্তাব করেন তারা।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)