আল কোরআন ও আল হাদিস
আল কোরআন
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০ ৪১.
আর তোমরা জেনে রেখ যে, যুদ্ধে তোমরা যা কিছু গনিমতের মাল লাভ করেছ তার এক পঞ্চমাংশ আল্লাহ, তাঁর রাসূল, নিকট আÍীয়, ইয়াতীম, মিসকীন এবং মুসাফিরের জন্য, যদি তোমরা ঈমান এনে থাক আল্লাহর প্রতি এবং যা আমি অবতীর্ণ করেছি আমার বান্দার উপর সেই চূড়ান্ত ফায়সালার দিন, যেদিন দু’দল পরস্পরের সম্মুখীন হয়েছিল। আর
আল হাদিস
উত্তরাধিকার আইন সংক্রান্ত আয়াত নাযিলের প্রেক্ষাপট
জাবের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাদিয়াল্লাহু ‘আনহু) বনী সালেমা গোত্রের একটি স্থানে পায়ে হেঁটে আমাকে রোগ শয্যায় দেখতে আসলেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেহুঁশ অবস্থায় দেখতে পেলেন। তখন আমার কোন বোধ ছিল না। তিনি পানি চেয়ে নিয়ে অযূ করলেন এবং অবশিষ্ট পানি আমার শরীরে ছিটিয়ে দিলেন। তখন আমি হুঁশ ফিরে পেলাম এবং বললাম: হে আল্লাহর রাসূল! আমার সম্পত্তি কিভাবে বন্টন করতে বলেন? এর জবাবে নিম্নোক্ত আয়াত নাযিল হলো: ’আল্লাহ্ তোমাদেরকে তোমাদের সন্তান সম্পর্কে নির্দেশ কযচষ্ণল’))” [সগটঔৎখ: ৪৫৭৭]
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)