গ্রুপ থিয়েটার দিবস ২০১৮ তে ‘ব্ল্যাকফ্লেইম_থিয়েটার’

নিরাপদনিউজ : বাংলাদেশর নাট্যচর্চার অভিভাবক ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন’ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ সতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে। এবং সে আয়োজনের নির্ধারিত আনন্দ র্যালিতে অংশগ্রহন করার পাশাপাশি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চে ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা নকশা মূকাভিনয় ‘দ্যা ব্লাইন্ড পার্সপেক্টিভ’ মঞ্চায়িত হয়।
প্রসঙ্গত, মানবসৃষ্ট অথবা প্রাকৃতিক ভাবে ঘটে যাওয়া অনেক বিপদজনক ব্যাপারই আমাদের চোখে ধরা পরে, যা প্রায় নিশ্চিতই জনসাধারণের দুর্ঘটনার কবলে পতিত হওয়ার আশঙ্খা থাকে। তদুপরি শক্তি বা ক্ষমতা থাকা সত্বেও শুধুমাত্র ইচ্ছার অভাবে প্রায় সবাই সেটা এড়িয়ে চলে। প্রক্ষান্তরে কিছু মানুষের অন্য সবার মত শক্তি বা ক্ষমতা না থাকলেও শুধুমাত্র ইচ্ছা শক্তি পুঁজি করে সমাজকে আলোকিত করে চলেছেন। এই প্রেক্ষাপট অবলম্বনে ‘গ্রুপ থিয়েটার দিবস-২০১৮’ তে মূকাভিনয় প্রযোজনা ‘দ্যা ব্লাইন্ড পার্সপেক্টিভ’-এর সফল মঞ্চায়ন হয়েছে। প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন তানভীর শেখ এবং প্রযোজনা ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করছেন রেজাউল মাওলা নাবলু এবং প্রযোজনায় অংশগ্রহনকারী সদস্যরা হলেন-হুমায়ুন কবির সুইট, নূরে আলম, রাসেল ইসলাম, দিনার, রামকৃষ্ণ মিত্র, ইয়াছিন আরাফাত ও তানভীর শেখ। এছাড়াও বরাবরের মতো সহযোগিতা করেছেন সেচ্ছাসেবী সংগঠন ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ ও বাংলাদেশ মাইম এসোসিয়েশান’।
প্রসঙ্গত, মানবসৃষ্ট অথবা প্রাকৃতিক ভাবে ঘটে যাওয়া অনেক বিপদজনক ব্যাপারই আমাদের চোখে ধরা পরে, যা প্রায় নিশ্চিতই জনসাধারণের দুর্ঘটনার কবলে পতিত হওয়ার আশঙ্খা থাকে। তদুপরি শক্তি বা ক্ষমতা থাকা সত্বেও শুধুমাত্র ইচ্ছার অভাবে প্রায় সবাই সেটা এড়িয়ে চলে। প্রক্ষান্তরে কিছু মানুষের অন্য সবার মত শক্তি বা ক্ষমতা না থাকলেও শুধুমাত্র ইচ্ছা শক্তি পুঁজি করে সমাজকে আলোকিত করে চলেছেন। এই প্রেক্ষাপট অবলম্বনে ‘গ্রুপ থিয়েটার দিবস-২০১৮’ তে মূকাভিনয় প্রযোজনা ‘দ্যা ব্লাইন্ড পার্সপেক্টিভ’-এর সফল মঞ্চায়ন হয়েছে। প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন তানভীর শেখ এবং প্রযোজনা ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করছেন রেজাউল মাওলা নাবলু এবং প্রযোজনায় অংশগ্রহনকারী সদস্যরা হলেন-হুমায়ুন কবির সুইট, নূরে আলম, রাসেল ইসলাম, দিনার, রামকৃষ্ণ মিত্র, ইয়াছিন আরাফাত ও তানভীর শেখ। এছাড়াও বরাবরের মতো সহযোগিতা করেছেন সেচ্ছাসেবী সংগঠন ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ ও বাংলাদেশ মাইম এসোসিয়েশান’।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)