দামুড়হুদা মডেল পুলিশের অভিযান বিভিন্ন মামলার ১৯জন আটক
হাবিবুর রহমান,নিরাপদনিউজ : চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৯জনকে আটক করেছে। বুধবার দিনগত রাতে বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায় বৃহস্পিতিবার দিনগত গভীর রাতে অভিয়ান চালিয়ে,চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরী গ্রামের মৃত্যু সাদের আলীর ছেলে আব্দুল আলীম (৬৫),একই উপজেলার ছোট সলুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আতিয়ার রহমান(৩৭),দামুড়হুদার রুদ্রনগর গ্রামের আজিজুল হকের ছেলে ছাইদুল(৩৯)কার্পাসডাঙ্গা নুহু মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৩৮)তারানিপুর গ্রামের মৃত্যু খোকাই মন্ডলের ছেলে মজনু,একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে আজিজ,মজনুর ছেলে,রাসিদুল ও জাহিদ, দর্শনা শান্তিপাড়ার শফিকুলের ছেলে রাজু আহাম্মেদ(১৮)একই গ্রামের মান্নান গাজির ছেলে বাদশা (২৬) আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত্যু জালালের ছেলে বাদল(৫০) দামুড়হুদার পরানপুর গ্রামের মনির উদ্দীনের ছেলে আরিফ(৩৫), একই গ্রামের বাক্কা মন্ডলের ছেলে সেলিম,দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের মৃত্যু ছায়েম মন্ডলের ছেলে মোতালেব(৪৫)দামুড়হুদা বেগোপাড়ার মৃত্যু আঃ রহিমের ছেলে বাবুল,একই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী রাশিদা খাতুন ওরফে রাশি,দর্শনা পরানপুর গ্রামের মৃত্যু শমশের আলীর ছেলে রবিউল, বড় দুধপাতিলার হাশেম আলীর ছেলে ফরজ আলী,দক্ষিন চাদপুর গ্রামের আশকার আলীর ছেলে সহিদুল ইসলাম। দামুড়হুদা মডেল থানার এস আই মেজবাহুর রহমান,এস আই আসাদ, এস আই তপন কুমার নন্দী, এস আই গফুর, এএস আই সাজেদুল,মহিউদ্দীন,তৌহিদ,লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এদের বাড়ীসহ বিভিন্ন স্থান থেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)