নিসচা ঝিনাইদহ শাখার পক্ষ থেকে সকল শ্রমিকদের বিনম্র শ্রদ্ধা

নিরাপদনিউজ: আজ বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই , শ্রমিক ইউনিয়ন এর যৌথ আয়োজনে সকাল ৯ঃ০০টায় র্যলী ও পরবর্তীতে পুরাতন ডিসিকোর্টের মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুল হাই, এমপি, মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ -১। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নিরাপদ সড়ক চাই – নিসচা ঝিনাইদহ শাখার সভাপতি জনাব অ্যাড মনোয়ারুল হক লাল, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী ইসলাম, আর এইচ ডির সহকারী পরিচালক বিলাস সরকার, জেলা পরিষদের সচিব, পুলিশ সুপার জনাব হাসানুজ্জামান পিপিএম, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)