English

31.9 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

নিসচা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উদযাপিত

- Advertisements -

২২ অক্টোবর ২০২১ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় কাউতলী জেলা পরিষদ এর সম্মুখের রাস্তায় বি.আর.টি. এর সহকারী পরিচালক জনাব মোঃ আলী আহসান মিলন এর উপস্থিতিতে জেলা শাখার সভাপতি মোঃ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে এক বর্ণাট্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সকাল ১০টা ৩০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্কেট হাউজে বি.আর.টি.এ ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মহোদয় মোঃ হায়াত-উদ-দৌলা খাঁন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মহোদয় মোঃ আনিছুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ।
বিকাল ৩টা ৩০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় বিকাল ৪টা ৩০ মিনিটে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনপ্রিয় চিত্রনায়ক জনাব ইলিয়াস কা নের বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জনাব মোঃ সাদেকুল ইসলাম। এস.এম. শাহীন এর সার্বিক সঞ্চালনায় এতে প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) বাবু দেবব্রত কর, বি.আর.টি.এর ইন্সট্রাক্টর মোঃ জামান হোসেন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জনাব মোঃ আরজু, সংগঠনের উপদেষ্টা তিতাস বার্তার সম্পাদক জনাব এম.এ. মতিন সানু, সহ-সভাপতি এড. আব্দুল মালেক, সহ-সভাপতি এড. এম.এইচ. সরকার পাশা, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পরিবহন নেতা মোঃ খবির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক ফ্রন্টিয়ার এর সম্পাদক আব্দুল মালেক, মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া খানম, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সদস্য নিয়াজ মাঈন উদ্দিন খান পাশা, পরিবহন নেতা শাহ মোঃ আমিনুল ইসলাম, মোঃ আলকাছ মিয়া ও তিতাস বার্তার সহ-সম্পাদক হারুন আল রশিদ ভূঁইয়া প্রমুখ। পরিশেষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কা নের সহধর্মীনি জাহানারা কা নসহ সড়ক দূর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a652
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন