English

36 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
- Advertisement -

ত্রাণ প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে কম্বলের জন্য আবেদন: দুই প্রতারককে আটক

- Advertisements -

পার্বত্য খাগড়াছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্বাক্ষর জাল করে কম্বলের জন্য আবেদন করে ফেঁসে গেছেন দুই প্রতারক। এ ঘটনায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন-গুঁইমারা উপজেলার জালিয়াপাড়ার মোশাররফ করিম (৪০) ও একই এলাকার মো. নজরুল ইসলাম (২৩)।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, একটি প্রতারক চক্র ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে খাগড়াছড়ির জেলা প্রশাসক বরাবরে ৮১টি কম্বলের জন্য আবেদন করেন। আবেদনপত্রটি সন্দেহজনক হলে প্রতারক মোশাররফ করিম ও তার সহযোগীকে চ্যালেঞ্জ করা হয়। পরে স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমাণিত হলে তাদের আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই চক্রটি দেশের বিভিন্ন জেলায় একইভাবে আবেদন করেছেন। বিষয়টি তদন্ত করার জন্য দুই প্রতারককে খাগড়াছড়ি সদর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, আটকরা গুঁইমারা উপজেলার জালিয়াপাড়ার বাসিন্দা। তাদেরকে আটক করে প্রশাসন পুলিশে সোপর্দ করেছে। এদের বিরুদ্ধে প্রতরণার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন