English

29.7 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

১০ হাজার গোলাপ দিয়ে নিজের পোশাক ডিজাইন করলেন মধুমিতা!

- Advertisements -

নাসিম রুমি: ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত…!’ ঘোষণা করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। পাশাপাশি তিনি ফুল ফুটিয়েছেনও, নিজের পোশাকে! নানা রঙের ১০ হাজার গোলাপ।

অভিনেত্রীর জীবনে এখন ভরা ‘বসন্ত’। সেই আনন্দেই কি তিনি ‘ফুলসাজে’? সপ্তাহের প্রথম দিনে ‘ফুলকুমারী’ হয়েই হাজির হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সবচেয়ে বড় কথা, নিজের পোশাকসজ্জা নাকি মধুমিতা নিজেই করেছেন।

গণমাধ্যমেকে অভিনেত্রী বললেন, ‘নানা পত্রপত্রিকায় দেখি, কী সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে। অনেক দিনের ইচ্ছে, আমিও করব। সেই শখপূরণ, বলতে পারেন।’

নিজের শখ মেটাতে নিজেই ফুলের বাজারে হাজির। বেছে নিয়েছেন ১০ হাজার রং-বেরঙের গোলাপ। এরপর বানাতে দেন পছন্দের পোশাক।

মধুমিতা বলেন, ‘গোলাপগুলো আমার এক পোশাকশিল্পী বান্ধবীকে দিয়ে বলেছিলাম, ‘ফুলের পোশাক বানিয়ে দে’। কেমন পোশাক চাইছি, তার ডিজাইন আমিই করেছি। বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে।’

নিজেকে সাজিয়ে আয়নার সামনে দাঁড়ানোর পরে নিজের কেমন লাগল? জবাবে ফের উচ্ছ্বসিত তিনি। খুশির সঙ্গে দ্বিধা রেখেই প্রশ্ন করলেন, ‘বেশ লাগছে, না?’

তারপরেই খানিকটা খুঁতখুঁতে। অভিনেত্রী নাকি চেয়েছিলেন, পোশাকের কোনও অংশ দেখা যাবে না। শুধুই ফুল থাকবে। পোশাকও তৈরি হবে সম্পূর্ণ ফুলের।

কিন্তু পোশাক তৈরির সময় দেখা গেছে, সেটা করলে খুব ভালো দেখাবে না। পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তার গয়নায়, চুলেও। মধুমিতার মতে, ‘এই খুঁতটুকু না থাকলে বেশি খুশি হতাম।’

মধুমিতার জীবনে বসন্তের সমাগম। তার জীবনেও প্রেম হয়ে ‘বসন্ত’ ধরা দিয়েছে। বিয়ের উদ্‌যাপনের পোশাকও নিজে ডিজাইন করবেন?

হেসে ফেলে জবাব দিলেন, ‘ভাবনায় আছে। আগে দিনক্ষণ ঠিক হোক, তারপর বিয়ের পোশাক নিয়ে ভাবব।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0lh1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন