English

30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

আমদানির অনুমতি পেল ‘ডাঙ্কি’, অপেক্ষা সেন্সরের

- Advertisements -

নাসিম রুমি: চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো দুটি অলটাইম ব্লকবাস্টার উপহার দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এবার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড বাদশা। আর বহুলপ্রত্যাশিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

Advertisements

আগেই জানা গেছে, বাংলাদেশে ‘ডাঙ্কি’ সিনেমাটি আমদানির জন্য চেষ্টা করছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এ বিষয়ে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু বলেন, ‘আমরা আগামী ২১ ডিসেম্বরই ‘ডাঙ্কি’ সিনেমাটি মুক্তি দেয়ার চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। এখন শুধু সেন্সরের অপেক্ষা।’

এর আগে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছিল।

Advertisements

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।

‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন