English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়: ফিনল্যান্ড প্রধানমন্ত্রী

- Advertisements -

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইউরোপ ‌‘যথেষ্ট শক্তিশালী নয়’। এ ক্ষেত্রে ইউরোপকে মার্কিন সমর্থনের উপর নির্ভর করতে হয়েছে। আমি কঠিন হলেও সত্যটাই স্বীকার করতে চাই যে ইউরোপ এখনও যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা সমস্যায় পড়ব।

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি থিংক ট্যাংকে বক্তৃতা প্রদানের সময় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সানা আরও বলেছেন, ইউরোপের প্রতিরক্ষা জোরদার করতে হবে। এ বিষয়ে আরও বেশি পদক্ষেপ নিতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‌‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। হামলার নিন্দা জানানোর পাশাপাশি অর্থ, প্রযুক্তি, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত মাসের যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের একটি গবেষণা ব্রিফিংয়ের তথ্যানুয়ায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৮.৬ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

কিয়েল ইনস্টিটিউটের তথ্যানুয়ায়ী ইউক্রেনকে সহায়তার দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন, এরপর যুক্তরাজ্যের অবস্থান।

শুক্রবার সিডনিতে বক্তৃতাকালে সানা মারিন বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রচুর অস্ত্র, আর্থিক সহায়তা, মানবিক সহায়তা দিয়েছে। এমন সমস্যা মোকাবেলায় ইউরোপ এখনও যথেষ্ট শক্তিশালী নয়। ইউরোপকে অবশ্যই প্রতিরক্ষা, প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে এই সক্ষমতা তৈরি করতে হবে যাতে বিভিন্ন ধরণের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন