English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

ইচ্ছা থাকা সত্ত্বেও পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাকা সম্ভব হচ্ছে না: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।

দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীর হাজির হচ্ছেন। তাঁর হাত থেকে পুরস্কার নিতে যাবার কথা ইলিয়াস কাঞ্চনের কিন্তু বর্তমানে ইলিয়াস কাঞ্চন রয়েছেন দেশের বাইরে । ইলিয়াস কাঞ্চন বলেন, খুব খারাপ লাগছে এই ভেবে, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারছি না। কারণ, একটি কনফারেন্সে অংশ নিতে আমি এখন এল সালভাদরে আছি। এ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আমার আরও বেশ কিছু কাজ আছে। এসব শিডিউল আগেই ঠিক করা ছিল। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাকা সম্ভব হচ্ছে না। আমি ঢাকায় ফিরব ২৮ মার্চ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন। আপনার দায়িত্ব তো বেড়ে গেল। কীভাবে দেখছেন বিষয়টিকে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আজীবন সম্মাননা পাওয়া মানে দায়িত্ব বেড়ে গেল, এটা আমি বলব না। যারা দায়িত্ববান ও দায়িত্বশীল, তাদের সারাটা জীবন দায়িত্বের মধ্যে কেটে যায়। তবে আজীবন সম্মাননা এখন যেভাবে দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়া আমার পছন্দ হচ্ছে না। কারণ, আজীবন সম্মাননা যদি এককভাবে দেওয়া যেত, তাহলে আনন্দটা বেশি লাগত। আজীবন সম্মাননা দুজনকে একসঙ্গে দেওয়াটা কেমন যেন লাগে। আমার পছন্দ নয়। এটা যখন শুরু হয়েছিল, তখন কিন্তু একজনকে দেওয়া হতো। পরে দেখি দুজনকে দেওয়া শুরু হলো। আমাদের এত শিল্পীও তো নেই। প্রতিবছর একজনকে দেওয়া হলে তিনি পূর্ণভাবে পেতেন। আনন্দটা উপভোগ করতেন। এতে আনন্দটা ভাগ হয়ে যাচ্ছে।

চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন। এই মাধ্যমের জন্য নতুন কী করতে চান প্রশ্ন করলে ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের সামনে অনেক কঠিন পথ। নানা সংকটের মধ্য দিয়ে আমরা এখন সময় পার করছি। আমার নিজস্ব অবস্থান থেকে চলচ্চিত্রের এই সংকট সময়টা উত্তরণের চেষ্টা করে যাব আরকি।

আলাপকালে ইলিয়াস কাঞ্চন ডলি জহুর সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ডলি জহুর একজন ভালো শিল্পী। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আমি তাঁকে মায়ের চরিত্রেই সব সময় পেয়েছি। এ রকম একজন অভিনয়শিল্পীর জন্য শ্রদ্ধার জায়গা সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

1 মন্তব্য

সাবস্ক্রাইব
Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
শামীম ডিএস
শামীম ডিএস
1 year ago

সুন্দর বলেছেন।

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন