English

29 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

ক্যাম্পাস খোলার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

- Advertisements -

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাস খুলে দেওয়াসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম করের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখার সহ-সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে-ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর রোডম্যাপ ঘোষণা, স্বাস্থ্যবিধি মেনে অগ্রাধিকার ভিত্তিতে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু এবং দ্রুততম সময়ে সকল শিক্ষার্থীর ভ্যাকসিনেশন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সদস্য রিফা সাজিদা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি ধ্রুব জ্যোতি সিংহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের হল খোলা রেখে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু করা এখন সময়ের দাবি। হাটবাজার, দোকানপাট, গার্মেন্টস, কলকারখানা, অফিস-আদালত সবকিছু চলতে পারলে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব। প্রায় ১৫ মাস স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে নানারকম মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন