English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

ঢা‌লিউডের খল অভিনেতা মুকুল তালুকদার আর নেই

- Advertisements -

ঢালিউডের খায়রুন সুন্দরী খ্যাত খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল আর নেই। র‌বিবার ভোরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের মধ্যবাজারস্থ নিজ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পা‌রিবা‌রিক সূত্র জানায়, গতরা‌তে তার স্ত্রী না‌লিতাবাড়ী বাজা‌রে বো‌নের বাসায় ছি‌লেন। সে সময় মুকুল তালুকদার নিজ বাসায় একাই ছি‌লেন। প্রতিদিনের মতো মুকুল তালুকদার রবিবার ভোরে হাঁটাহাঁটি শেষে বাসায় ফিরেন। আজ ভো‌রে তার বাসার ভাড়া‌টিয়া দে‌খেন ঘ‌রের দরজা খোলা মে‌ঝে‌তে সে অ‌চেতন অবস্থায় প‌ড়ে আ‌ছেন। ভাড়া‌টিয়া তার স্ত্রীকে ফো‌নে খবর‌টি জানান। খবর পেয়ে প্রতিবেশীরা এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, এক মেয়ে, ছোট বোন ও ছোট ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুকুল তালুকদার খায়রুন সুন্দরী সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এরপর প্রায় ২০টির মতো ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়াও মুকুল তালুকদার ঝিনাইগাতি আদর্শ ডিগ্রি কলেজে শরীর চর্চা শিক্ষকতা করেছেন।

এক সময় ফুটবল রেফারিও হি‌সে‌বে ক্রীড়া জগ‌তে ও সাংস্কৃ‌তিক নানা অঙ্গনে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে ক্রীড়া, সাংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন