English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

নাফিসা কামালকে কৃতিত্ব দিলেন কুমিল্লার কোচ সালাউদ্দিন

- Advertisements -
প্রথম দল হিসেবে বিপিএলের চলতি নবম আসরের ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের সামনে এবার চতুর্থ শিরোপা জয়ের সুযোগ। এই লক্ষ্যে মোটা অংকের টাকা খরচ করে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলীর মতো বিশ্বসেরা সব তারকাদের নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। এজন্য ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামালকে ধন্যবাদ দিয়েছেন দলটির কোচ প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শিরোপা জয়ের লক্ষ্যে ক্রিকেটার আনতে কার্পণ্য করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে এসে সব কৃতিত্তব নাফিসাকে দেন সালাউদ্দিন, ‘পার্থক্য হচ্ছে আমরা এবার যাদের দলে নিয়ে এসেছি, তাঁরা এর আগে আমাদের হয়ে খেলেছেন। তবে ক্রেডিট নাফিসার। এবারের বিপিএলে অন্যবারের চেয়ে অনেক বেশি টাকা লেগেছে।’

কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো যে পরিমাণ টাকা ঢালছে, তাতে তারা বাণিজ্যিকভাবে কতটা লাভবান হচ্ছে – এই প্রশ্ন পুরনো। কারণ বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে রাজস্ব ভাগাভাগির ব্যবস্থা নেই। নেই কোনো আর্থিক কোনো কাঠামো এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের সুনিশ্চিত উপায়। তাই সালাউদ্দিনও বিসিবিকে খোঁচা মেরে বললেন, ‘কী করলে ভালো হবে, এই পুরো সিস্টেমটা দুনিয়ার সবাই বোঝে। কিন্তু কিছু লোক বোঝে না। ২০-২৫ কোটি টাকা খরচ করছে একটা দল, কিছু তো রিটার্ন লাগবে।’
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন