English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি টাকা টোল আদায়

- Advertisements -
Advertisements

ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহন বাড়ায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় এরইমধ্যে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। একদিনে টোল আদায় হয়েছে দুই কোটি টাকারও বেশি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার হয়েছে। এ সময়ে ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পার এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পার এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ টাকা।

Advertisements

এদিকে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকা ঘুরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে। রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের ১৭ নম্বর পিলার ও ৫ নম্বর পিলারের কাছে দুটি সড়ক দুর্ঘটনার কারণে রাত ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত ৮ কিলোমিটারজুড়ে যানজট ছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে সকাল ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়লেও সারাদিন স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করেছে।

বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদের আগে সেতুতে যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে লক্ষ্যে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন