English

40 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

ব্যবস্থা গ্রহণ করা জরুরি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

- Advertisements -

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—কথাটি যেন আমরা ভুলতে বসেছি। আত্মকেন্দ্রিকতা যেন আমাদের নির্বিকার করে তুলছে। স্বার্থপরতায় আমরা যেন নিজেদের সমর্পণ করে বসে আছি। নিজেদের স্বার্থে আমরা এমন অনেক কিছুই করছি, যা অন্যের জন্য ক্ষতির কারণ হচ্ছে। গত বুধবার যেমনটি ঘটেছে রাজধানীর ডেমরা এলাকায়।

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দুই অবুঝ শিশু। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সূত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, আমগাছ থেকে যাতে কেউ আম চুরি করে নিতে না পারে সে জন্য এক বাড়ির মালিক তাঁর আমগাছে বিদ্যুতের তারের সংযোগ দিয়ে রেখেছিলেন। দুই ভাই সেখানে খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার দুই দিন আগেও ওই বাড়িতে বিদ্যুতায়িত হয়ে দুটি কুকুর মারা যায়। এ বিষয়ে এলাকাবাসী বাড়ির মালিককে জানালে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। দুই শিশুর মৃত্যুর পর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ওই বাড়ির বিদ্যুতের সার্ভিস কেটে দেওয়া হয়েছে। বিদ্যুতের লাইন অবৈধ কি না, তা যাচাই করা হচ্ছে।

এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। গত মার্চে ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। গত বছর বরিশালে ইঁদুর মারার জন্য পেতে রাখা ফাঁদে এক কৃষকের মৃত্যুর খবর প্রকাশিত হয় কালের কণ্ঠে। ইঁদুর থেকে ক্ষেতের বীজ রক্ষায় চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি। হঠাৎ অসাবধানতায় নিজেই ফাঁদে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন।

গাছে বা ফসলের ক্ষেতে বিদ্যুৎ স্থাপন করার কাজটি নিশ্চয় অপরাধের পর্যায়ে পড়ে। এই রকম চরম অপরাধে কোনো প্রাণহানির ঘটনা ঘটলে অপরাধীদের সঠিক বিচার হওয়া উচিত। আমরা আশা করি মানুষ সচেতন হবে। এ ধরনের ঘটনা আর ঘটবে না।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন