English

30 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

মানবসম্পদ উন্নয়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় শীর্ষক মত বিনিময় সভা

- Advertisements -

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে আজ বৃহস্পতিবার, আইইবি পুরাতন ভবনের সেমিনার কক্ষে সকল স্বাস্থ্যবিধি মেনে আইইবি, ঢাকা কেন্দ্র কর্তৃক অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল আলম হানিফ এমপি।

Advertisements

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মাে. আবদুস সবুর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ আ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি জনাব কবির বিন আনােয়ার, আইইবি’র মাননীয় প্রেসিডেন্ট প্রকৌশলী মাে, নুরুল হুদা, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মাে. নূরুজ্জামান এবং আইইবি র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হােসেন (শীবলু), পিইঞ্জ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুল জব্বার খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মােল্লা মােহাম্মদ আবুল হােসেন এবং সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আইইবির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মঞ্জুরুল হক, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার প্রমুখ।

Advertisements

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বির্নিমান ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মােকাবেলাসহ ২০৪১ রূপকল্প
বাস্তবায়নে দক্ষ জনশক্তির বিকল্প নাই উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহবুব-উল আলম হানিফ এমপি বলেন, ২০৪১
সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার রোডম্যাপ রয়েছে । এছাড়াও ২০৩০ সালের মধ্য টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং ২০৩১
সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরিকল্পনা মোতাবেক আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। এজন্য সকলকেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। টেকসই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, উৎপাদনকারী, উদ্যোক্তা, গণমাধ্যম, প্রকৌশলীসহ সকল নাগরিককে এক প্ল্যাটফর্মের নিচে এসে কাজ করতে হবে। এসডিজিতেও প্রতিটি লক্ষ্য অর্জনে
আমাদের সচেষ্ট থাকতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে পারব।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুল জব্বার খান তার প্রবন্ধে কারিগরী জ্ঞান ছাড়া দক্ষ মানবসম্পদ গড়া সম্ভব নয় বিষয়টিকে ফুটিয়ে তুলেন। আর টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। আইইবি, ঢাকা কেন্দ্র দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষে সময়োপযোগি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে বলে তিনি আইইবি, ঢাকা কেন্দ্রকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতি ৫৬ টি প্রকৌশল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৩৯৮জন প্রশিক্ষণাথী এবং ২৫ জন প্রশিক্ষকদের আইইবি, ঢাকা কেন্দ্র কর্তৃক প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় ঢাকা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন