English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
- Advertisement -

মায়ের অপমানের বদলা নিতে শিশুর প্রাণ নিলো আরেক শিশু!

- Advertisements -

মাগুরার মহম্মদপুরে বেথুলিয়ায় অপমানের বদলা নিতে হীরা নামে এক কন্যাশিশুকে খুন করেছে তারই চাচাতো বোন মুন্নী। নিহত হীরার বয়স ৩, এবং মুন্নীর বয়স ১৩ বলে জানা গেছে।

গ্রেপ্তার হওয়ার পর মুন্নী আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার মো. মসিউদ্দৌলা রেজা।

পুলিশ সূত্রে জানা গেছে জমিজমা নিয়ে চাচা-চাচীদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো।  ঝগড়া হলে মুন্নীর মাকে অপমান করে হীরার মা। মায়ের অপমানের বদলা নিতেই মুন্নী চাচাতো বোন হীরাকে হত্যা করে বলে পুলিশ জানায়।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হীরা বেথুলিয়া গ্রামের হিরু মোল্যার মেয়ে। হিরু মোল্যা আইসক্রীম বিক্রেতা।

ঘটনার দিন মাগরিবের নামাজের আগে হীরা মা বন্যা খাতুনের কাছে ভাত চাইলে বন্যা খাতুন মেয়েকে ভাত দিয়ে প্রতিবেশীর বাড়িতে যান। ফেরার সময় বাড়ির পাশে লুঙ্গী দিয়ে মোড়ানো হীরাকে তিনি মাটিতে পড়ে থাকতে দেখতে পান। হীরার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী হীরার মাথায় কাটা দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল কোনো বয়স্ক ব্যক্তি কুপিয়ে তাকে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানালে তারা তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে দুজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে  আসল ঘটনা বেরিয়ে আসে। এরপরই মুন্নীকে গ্রেপ্তার করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, প্রকৃত খুনিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং আদালতে পাঠিয়েছি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হিরু মোল্যার সঙ্গে তার বাবা দাউদ মোল্যা, আপন ভাই বিপ্লব মোল্যা, ফারুক মোল্যা ও আলীম মোল্যার পারিবারিক শত্রুতা রয়েছে। এই বিবাদ মেটাতে উভয়পক্ষ একাধিকবার থানার শরণাপন্ন হয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন