English

38 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
- Advertisement -

যোগ দিতে না দিতেই তৃণমূল ছাড়লেন কংগ্রেস নেতা লুরেনকো

- Advertisements -

ভারতের পশ্চিমবাংলার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার মাসখানেকের মধ্যেই বিধানসভা নির্বাচনের আগে আগে দল ছাড়লেন গোয়ার সাবেক বিধায়ক অ্যালেক্সিও লুরেনকো। গতকাল রবিবার (১৬ জানুয়ারি) তৃণমূল প্রধানকে চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কার্টোরিম কেন্দ্রের এ বিধায়ক। চিঠিতে তিনি দল ছাড়ার কোন কারণ উল্লেখ করেননি।

Advertisements

গত বছরের ডিসেম্বরে জাতীয় কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন লুরেনকো। তখন তিনি গোয়া কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি।

Advertisements

লুরেনকোর দল ছাড়ার বিষয়টি তৃণমূল কংগ্রেস নিশ্চিত করেছে। গোয়ার আসন্ন ভোটের  লড়াইয়ে ‘তৃণমূলের প্রধান সৈনিক’ মহুয়া মৈত্র বলেছেন অ্যালেক্সিও লুরেনকোর দল ছাড়ার চিঠি পেয়েছে তাদের দল। মহুয়া বলেন,  ‘তিনি যখন আসতে চেয়েছিলেন, আমরা তাঁকে স্বাগত জানিয়েছিলাম। এখন যখন তিনি দল ছাড়তে চাইছেন, আমরা তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চাই।’

লুরেনকো কংগ্রেসেই ফিরে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। পুরনো দলের হয়ে সেই কার্টোরিম থেকে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন তিনি।
কংগ্রেস তখন কার্টোরিম আসনের জন্য বিকল্প প্রার্থী ঘোষণা করেনি। তবে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, দলের আস্থা নষ্ট করা নেতাদের ভোটাররা উপযুক্ত শিক্ষা দেবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন