English

40 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

সাময়িকীতে খামেনির কার্টুন: প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের

- Advertisements -

ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির বেশ কিছু কার্টুন প্রকাশ করে। এই ঘটনায় শার্লি এবদোর বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি।

গত সপ্তাহে ফ্রান্সের সাময়িকীটি ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভ দমনের প্রতিবাদে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্টুন প্রকাশ করে। ঘটনার পর তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে ইরান।

মঙ্গলবার এক বক্তৃতায় আইআরজিসি প্রধান বলেন, ফরাসি ব্যঙ্গ সংবাদপত্রের বিরুদ্ধে মুসলিমরা ‘এখন অথবা ভবিষ্যতে’ অবশ্যই প্রতিশোধ নেবে।

মেজর জেনারেল হুসেইন সালামি বলেন, ‘তোমরা অনেক বড় ভুল করেছ। তবে শিগগিরই অথবা দেরিতে মুসলিমরা প্রতিশোধ নেবে। তোমরা হয়তো প্রতিশোধগ্রহণকারীদের গ্রেফতার করবে, কিন্তু মৃত ব্যক্তিরা আর জীবিত হতে পারবে না।

শার্লি এবদো বলেছে, স্বাধীনতার জন্য লড়াইরত ইরানিদের আন্দোলন-সংগ্রামের প্রতি সমর্থন জানাতেই তারা এই কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন