আল কোরআন ও আল হাদিস
আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম: সূরা আন আম
মক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
অষ্টম পারা
১৩৫. তুমি বলে দাও, ‘হে আমার সম্প্রদায়! তোমরা নিজ নিজ অবস্থায় আমল করতে থাক, আমিও আমল করছি, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে যে, কার পরিণাম কল্যাণকর।’ নিঃসন্দেহে অত্যাচারীরা কখনও সাফল্য লাভ করতে পারবে না।
আল হাদিস
২৪ নং পরিচ্ছেদ
আনসারদের প্রতি অনুরাগ ঈমানদারীর প্রমাণ
৪৮। বারা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন, যারা মুমিন কেবল তারাই আনসারদের ভালবাসে আর যারা মুনাফিক কেবল তারাই আনসারদের হিংসা করে। সুতরাং যে ব্যক্তি তাদের ভালবাসবে আল্লাহ তাদের ভালবাসবেন। আর যে ব্যক্তি তাদের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন।
(বুখারী-কিতাবুল মানাকিবিল আনসার)
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)