কম্বোডিয়ায় গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

নিরাপদ নিউজ : এশিয়া প্যাসিফিক সামিটে যোগ দিতে সোমবার দুপুরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
১৮-২১ নভেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই সামিট হবে। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফর শেষে আগামী ২১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)