চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ
আখাউড়া, ০৪ জুন ২০১৫, নিরাপদ নিউজ : গরমে রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও যাত্রীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্নফুলী এক্সপ্রেস (৪ নম্বর ডাউন) ট্রেন বেলা পৌনে ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যায়।
ট্রেনটি কিছুদূর যাওয়ার পরই রেললাইন বাঁকা হওয়ার খবরে থেমে যায়। পরে ট্রেনটিকে আবার আখাউড়ায় ফিরিয়ে আনা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের কাছে একাধিক জায়গায় রেললাইন বাঁকা হয়ে যায়।
এ কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখে মেরামত কাজ করা হচ্ছে।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)