চাঁপাইনবাবগঞ্জে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
নওগাঁ, ১৩ মার্চ ২০১৫, নিরাপদনিউজ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সাড়ে ৩টার দিকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
৪৩ বিজিবির (নওগাঁ) কমান্ডিং অফিসার (সিও) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয় রোকনপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে টহল দিতে যান। এসময় একজন চোরাচালানীকে তারা চ্যালেঞ্জ করলে সে ঘাস ভর্তি একটি বস্তা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।
পরে ওই বস্তা থেকে ১ একটি ইটালিয়ান পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি বিজিবি সদস্যরা।
সিও জানান, আগ্নেয়াস্ত্রগুলো গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর পূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)