‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন উপলক্ষে নিসচার গৃহিত কর্মসূচি
১৫ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ : দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্ঘটনার ফলে যাত্রীদের মৃত্যু হয়। অনেককে সারা জীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আমরা সবাই নিরাপদ সড়ক আশা করি। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিবছর ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করে। দেশব্যাপি নিসচা’র সকল শাথা সংগঠনও একযোগে ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
প্রতিবছরের ন্যায় এবারও ‘নিরাপদ সড়ক চাই’ দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অন্যতম কর্মসূচির মধ্যে হল ১৬ অক্টোবর ’১৫ শুক্রবার নিরাপদ সড়ক চাই’র সারা দেশের শাখা কমিটি সমূহের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় দিনব্যাপি ‘প্রতিনিধি সম্মেলন’।
১৭ অক্টোবর শনিবার বিকাল ৩টায় ‘সড়ক দুর্ঘটনারোধে সমন্বিত উদ্যোগ’ শীর্ষ গোলটেবিল বৈঠক, যৌথ আয়োজনে নিসচা ও দৈনিক প্রথম আলো। ১৮ অক্টোবর রবিবার ‘লাইভ টকশো’ বিষয় ‘রোড় সেফটি জাতীয় ইস্যু’।
১৯ অক্টোবর ’১৫, সোমবার স্যুভেনির ‘নিরাপদ’ এর প্রকাশনা উৎসব। ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে নিসচার সার্বিক কার্যক্রম নিয়ে ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন ঢাকা রির্পোটার্স ইউনিটিতে (ডিআরইউ)।
২১ অক্টোবর বুধবার ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপন উপলক্ষে গৃহিত কর্মসূচি সুন্দর ও সফল্ভাবে বাস্তবায়নে নিসচা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ এর সভা বিকাল ৫টায়,কেন্দ্রীয় কার্যালয়ে।
২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’র বর্ণাঢ্য র্যালি শিল্পকলা একাডেমীর সম্মুখ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত।
র্যালি উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এম পি। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, দুপুরে বনানী কবরেস্থানে প্রয়াত জাহানারা কাঞ্চনের কবর যিয়ারত ও বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল।
উল্লেখ্য ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারা দেশে নিসচার শাখা সংগঠন সমূহ একই সময়ে র্যালি করবে। এছাড়া চট্টগ্রাম মহানগর কমিটি দু’মাস ব্যাপি সড়ক নিরাপত্তা বিষয়ে কর্মসূচি পালন করছেন।
বগুড়া জেলা শাখা র্যালি ,বিশেষ মোনাজাত,সমাবেশসহ জনসচেতনতায় চলচ্চিত্র প্রদর্শনির ব্যবস্থা করেছে। খুলনা, যশোর, দিনাজপুরসহ বিভিন্ন শাখা সমূহ ভিন্ন ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)