নাজমীন মর্তুজার দুটি কবিতা

সময়
হঠাৎ কোন আকাশে উড়ে গেল আমার পালিতা পাখির দল
কথা তো অনেক দিয়েছিল ফিরে আসবে আজ অথবা কাল
স্বপ্নের শহরে বিনা পাখি গানে উষ্ণ হয় না
জমাট বাঁধা মনতাপ
ধৈর্যের গাছে ঝুলে থাকা বন্ধ্যত্ব ঘুচাবার ঘন্টা আড়াল করে যৌনপ্রহারের শব্দ
খাঁচ ভাঙ্গা দেহে প্রসাধন প্রলেপ লেপে
মিথ্যে সুন্দর হওয়ার ভান কেবল চোখ জলে থৈ থৈ ভাসে
হে সময়ের সমুদ্র তোমার ঢেউ তাড়ালে
ভাসিয়ে দেবো বাকী আয়ুটুকু
যদিও আমি কোন রাজ্যের অধিপতি নই
হাতে নেই অজস্র প্রাচুর্য
দিন ভালো হলে এবার যাত্রী হবো আরব সাগরী!
***
শর্তহীন দেবে বলে
মেলে তুমি রেখেছিলে ভোরের চোখ
ব্যতিব্যস্ত ঠোঁটে
আদরে আদরে রাত গেছে
অত:পর ভোর
রৌদ্রে রৌদ্রে মালা গেঁথে
সেলাই হয়েছে হৃদয়
শুধু ছুঁয়ে দিয়ে মখমল করতালে
নামালে আর এক প্রভাত
সে প্রভাতে পাট ভাঙ্গা বস্ত্র খসে
সূর্যকর শিহরণে
তোমার বুকের সঙ্গে লেগে থাকা
স্নেহ ও কাম
লজ্জাশীল হয় না পরিপূর্ণ দিনের গৌরবে
সকালে দুপুরে সোহাগিনী বিকেলেও!
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)