“বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, এই সরকারের আমলে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পাচ্ছে, কৃষক রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ভাগ্য পরিবর্তনে কৃষিকে আধুনিকায়নের জন্য কাজ করে যাচ্ছেন, বর্তমান সরকারের সময়ে সারের জন্য কোন কৃষককে আর জীবন দিতে হয়না”। রবিবার সন্ধায় শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে জিরা ও উচ্চ মূল্য ফসলের প্রযুক্তির উপর কৃষক সমাবেশ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাতলা সারিয়াকান্দী আসনের মাননীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) অমিতাভ সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, এসপি আলী আশরাফ ভূঞা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হামিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সার্কেল এএসসপি আরিফুল ইসলাম সিদ্দীকি, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সারিয়াকান্দি পৌর মেয়র মতিয়ার রহমান মতি, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, কৃষকলীগের কেন্দ্রীয় কৃষি ও পুর্ণবাসন সম্পাদক আজমল হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মাস্টার প্রমূখ।