English

27.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

ধুনটে জলাশয় রক্ষা করতে গ্রামবাসীর মানববন্ধন

- Advertisements -

কারিমুল হাসান, ধুনট, বগুড়া: বগুড়ার ধুনটে জলাশয় রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবিতে গ্রামবাসী ও সচেতন নাগরিকের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলার রুদ্রবাড়ি গ্রামের স্থানীয় এলাকাবাসী এ মানব বন্ধন পালন করে।

মানববন্ধনরত স্থানীয় এলাকাবাসিরা জানান, উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের তারা চন্দ্র দাসের ছেলে প্রদীপ কুমার দাস আওয়ামিলীগের ইউনিয়নের নেতা ও আওয়ামী ক্যাডার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে সে ভূয়া মৎসজীবী সেবে জলাশয়টি দখল করে রেখেছে। আমরা চাচ্ছি হিন্দু সম্প্রদয়ের প্রকৃত কার্ডধারীদের সাথে মিলে মিশে মাছ চাষ হোক। এর আগে প্রদীপ কুমার দাস ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ তালুকদার দারের নামে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। যার কোন ভিত্তি নেই।

ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ তালুকদার জানান, বিশেষ কোন মহলকে খুশি করতে প্রদীপ কুমার দাস আমার নামে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছে। বিগত আওয়ামিলীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে সে কোন মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য না হয়েও পেশি শক্তির জোরে রুদ্রবাড়িয়া মৌজার টেপাদহ নামে সরকারি জলাশয়টি ইজারা ছারাই ভোগ দখল করে আসছে। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করে প্রদীপ কুমার দাস নিজে যোমন আর্থিক ভাবে লাভবান হচ্ছে তেমনি বঞ্চিত করছেন প্রকৃত মৎসজীবীদের। গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামীলীগের দলীয় ক্যাডার প্রদীপ কুমার দাস নিজের দোষ দামাচাপা দিতে আমার ও আমার লোকজন এবং এলাকাবাসি ওই জলাশয়টি বেদখলের চেষ্টা চালিয়েছে বলে অপপ্রচার চালাতে থাকে। এমন কি সে গত সোমবার সন্ধ্যায় রুদ্রবাড়িয়া গ্রামে ওই জলাশয়ের তীরে একটি মিথ্যা মানববন্ধন করে। শুক্রবার সকাল ১০ টায় রুদ্রবাড়িয়া গ্রামে প্রায় হাজার হাজার নারী পুরুষ আওয়ামীলীগের সন্ত্রাসী প্রদীপ কুমার দাসের নিকট থেকে জলাশয়টি রক্ষার জন্য রুদ্রবাড়ীয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকের ব্যানারে মানববন্ধন কর্মসূচি এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zpex
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন