লেপ, কুয়াশা, ঠান্ডা সব মিলিয়ে চাদর মুড়িয়ে আসছে শীত। তুলার দোকানে ধুপ ধাপ আওয়াজে লেপ ভরানোর চিত্র জানান দিচ্ছি হাড় কাপানো শীত আসন্ন। শীতের মৌসুম এলেই লেপ ভরানোর চিত্র ধরা দেয় গ্রাম বাংলার দোকান গুলোতো। কেহ নিজের পরিবারের জন্য, আবার কেহ নতুন জামাই বাড়ীতে শীতের লেপ পাঠাতে ব্যাস্ত সময় পার করে থাকে প্রতি বছরের এই সময়টাতে। দোকানিরাও সারা বছরের চেয়ে শীতকালীন সময়ের শুরুর দিকে ভালো ইনকামের আশা করে থাকে।
শীতকে সামনে রেখে প্রতি বছর লেপের কাপড় ও তুলার দাম কিছুটা বৃদ্ধি পায়। মৌসুমের আমেজে বগুড়ার ধুনটে দোকানীদের কাজের চাপ অনেকটাই বিরতিহীন ভাবে চলছে দিন রাত। এতসব আসার বানীর মধ্যেও অনেকেই আবার রেডিমেট লেপ তোষক কিনতে আগ্রহী। রেডিমেট লেপ তোষক ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় খোলা বাজারের লেপ তোষক কারিগরদের কাজের ধরনও অনেকটা পরিবর্তন করেছে। অনেক দোকানীকে দেখা যায় তারা কারিগর দিয়ে রেডিমেট লেপ তোষক তৈরী করে রাখে।
গ্রাহকের চাহিদা অনুযায়ী ইচ্ছামত লেপ তৈরী করেও নিতে পারে আবার রেডামেটও নিতে পারে। লেপের চাহিদা শীতকালিন হলেও তোষকের চাইদা কমবেশি সারা বছরই থাকে। উপজেলার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় নতুন লেপ তৈরীর চেয়ে পুরনো লেপে নতুন করে তুলা ভরিয়ে নেওয়ার গ্রহকের সংখ্যা অনেক।
আত্মীয়র বাড়ী পাঠাতে বা নতুন সংসারের জন্য নতুন লেপ তৈরী করতে ব্যাস্ত এমন গ্রাহক অনেকটাই কম। উপজেলায় এলাকা ভেদে চাহিদা, লেপ তৈরীর মুল্য ও কাজের ধরনেও অনেকটা ভিন্নতাও রয়েছে। সব মিলেয়ে উপজেলা জুড়ে দেখা দিয়েছে শীতের মৌসুমি আমেজ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/flp8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন