English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
- Advertisement -

পাঁচবিবিতে শীতকালীন সব্জির দাম নাগালের মধ্যে

- Advertisements -

মোঃ নূর ই আলম হোসেন,জয়পুরহাট: ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, শীতকালীন শাক শব্জি ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শব্জির বাজার জমে উঠেছে। প্রতিদিন স্থানীয়ভাবে উৎপাদিত হরেক রকম টাটকা শব্জির বিপুল পরিমান আমদানি হয় পাঁচবিবির শব্জি বাজারে।

স্থানীয় চাহিদা মিটানোর পর এখানকার শব্জি চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

পাঁচবিবি উপজেলার ৪০শতাংশ আবাদি জমিই বেলে-দোঁআশ হওয়ায় এখানে শাক শব্জির আবাদ ভালো হয়। বিশেষ করে শীত মৌসুমে নানা রকম বাহারি শব্জিতে মাঠ ভরে থাকে। এর প্রভাব বাজারেও সমান ভাবে পড়ে, অর্থাৎ শব্জির দাম কমে যায়। পাঁচবিবির বাজারে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাইকারি মার্কেটে কৃষকেরা সরাসরি শব্জি বিক্রি করে। পাইকারি বাজারে শব্জির দাম অনেক কম, অর্থাৎ খুচরা বাজারের তুলনায় এখানে অর্ধেক দাম।

আজকের পাঁচবিবির শবজি বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ৪০ টাকা কেজি, পাতাকপি ৪০ টাকা কেজি, সিম ৭০ টাকা কেজি, বেগুন ৫৫ টাকা কেজি, বরবটি ৩০ টাকা কেজি, ধনিয়াপাতা ৭০ টাকা কেজি, পাতা পিয়াজ ৫০টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, লাউ ৩০ টাকা পিচ, যে কোন শাক ৫ টাকা আটি,টমেটো ৮০ টাকা কেজি, মুলা ২০ টাকা কেজি, গাজর ৭০ টাকা কেজি কচুর লতি ৩০ টাকা কেজি, আলু পুরাতন ২০ টাকা কেজি নতুন আলু ৭৫ টাকা কেজি ও ধুন্দল ৪০টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। তবে আগামী ১ সপ্তাহের মধ্যে এ দাম কমে যাবে বলে ধারনা করা হচ্ছে। কাঁচা তরি তরকারি ব্যবসায়ী নবির উদ্দিন বলেন ” আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে তরিতরকারির আবাদ ভালো হয়েছে, আগামী সপ্তাহ থেকে আমদানি বাড়বে দামও কমে যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ahzs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন