সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত , মহাসড়ক অবরোধ
গাজীপুর, ০২ জুন ২০১৫, নিরাপদ নিউজ : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে এই ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নসিমন আকতার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ভিয়েলাটেক্সে লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কিছুক্ষণ ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখেন।
পাঠকের মন্তব্য: (পাঠকের কোন মন্তব্যের জন্য কর্তৃপক্ষ কোন ক্রমে দায়ী নয়)