English

28 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

- Advertisements -

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মূল হোতাসহ তিন প্রতারককে আটক করেছে র‌্যাবের সদস্যরা।

Advertisements

সোমবার (১৬ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মোস্তফা জামান।

তারা হলেন, জেলার কালাই পৌরসভার আকন্দপাড়ার মফিজুল প্রামানিকের ছেলে আব্দুল আলীম (৩২), একই এলাকার কালাই পূর্বপাড়ার মৃত আলতাব মোল্লার ছেলে জহুরুল ইসলাম (৪৪) এবং জেলার ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান (৩২) বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

Advertisements

এসময় তাদের নিকটে ৪০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি, মোবাইল, মোটর সাইকেল, নগদ অর্থ পাওয়া গেছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, আটককৃত আব্দুল আলিম সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের মূলহোতা এবং অন্য দুইজন সেই চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের নিকট হইতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। এমন অভিযোগে রবিবারে ৩টায় আটকের পর তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন