মোঃ নূর ই আলম হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপরে জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ২০ বিজিবি’র কমান্ডার লেঃ কর্ণেল লতিফুল বারী।
এসময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভীতি প্রদর্শন, ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা বা বিশৃঙ্খলার আশঙ্কা সংক্রান্ত যাচাইকৃত তথ্য দায়িত্বশীলভাবে তুলে ধরা, সীমান্ত এলাকায় অবৈধ অর্থ প্রবাহ, অপরাধী চক্রের সক্রিয়তা বা সংঘবদ্ধ অপতৎপরতার বিষয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও জনমত উপস্থাপন করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো গুজব, ভুয়া খবর ও উসকানিমূলক প্রচারণা শনাক্ত করা যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি না হয় এ বিষয়ে সতর্ক থেকে বস্তনিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এসময় ২০বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনসহ বিভিন্ন ক্যাম্প কমান্ডার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
