আব্দুল গফুর,নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি: বগুড়া-নাটোর মহাসড়কে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে ৪জন ট্রাক ডাইভারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গেল ১৬মে শুক্রবার বিকেলে উপজেলার সেলিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ৪জন ট্রাক ড্রাইভারকে সতর্কতামূলকভাবে ১হাজার টাকা করে মোট ৪হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও মহাসড়ক হতে সকল ট্রাক অপসারণের ব্যবস্থা করা হয়।
দণ্ডপ্রাপ্ত গাড়িচালকগুলো হলেন ঝিনাইদহের আলাল উদ্দিন (৩১),চুয়াডাঙ্গার বদরউদ্দিন (৪৫),কুড়িগ্রামের আঃ মান্নান বাবু (৬৬) এবং যশোর জেলার সিরাজুল ইসলাম (৩৭)।
উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম।
সড়ক দখলমুক্তকরন ও দৈব দূর্ঘটনার জন্য দায়ী এসব কর্মকাণ্ড রোধে এবং অবৈধভাবে ট্রাক পার্কিং এবং কৃত্রিম যানজট এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।