English

27 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
- Advertisement -

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি (অপারেশনস) হাবিবুর রহমান খান

- Advertisements -

অদ্য ২৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা-এর ডিআইজি (অপারেশনস) জনাব হাবিবুর রহমান খান মহোদয় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সার্কেল অফিস এর বাৎসরিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সার্কেল অফিসের অধীনে থাকা প্রতিটি দপ্তর, ফোর্স ব্যারাক, মেস এবং মেডিকেল স্টোর ঘুরে দেখেন। তিনি দাপ্তরিক কার্যক্রম, অফিসের শৃঙ্খলা, পুলিশ সদস্যদের আবাসন ও কল্যাণমূলক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

সার্কেল অফিস পরিদর্শন শেষে ডিআইজি (অপারেশনস) মহোদয় রিজিয়নের আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জ, উপস্থিত অফিসার এবং পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় তিনি হাইওয়ে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান— পেশাদারিত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে, জনগণের প্রতি আন্তরিকতা ও মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে, হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও বেশি গণমুখী ও সেবামুখী করার জন্য সচেষ্ট হতে।

তিনি বলেন,“হাইওয়ে পুলিশের দায়িত্ব শুধুমাত্র আইন প্রয়োগ নয়, বরং জনগণের সেবা করা। অতীতের মতো ফ্যাসিবাদী নয়, আমাদের হতে হবে মানবিক, সেবাপরায়ণ ও দেশের কল্যাণে নিবেদিত।”

মতবিনিময় সভা শেষে তিনি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের নিকট একটি মাইক্রোবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এই পরিদর্শন হাইওয়ে পুলিশের কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা ও অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m42p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন