নিসচা রাজশাহী জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদনিউজ : নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার আয়োজনে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সার্বিক ব্যবস্থাপনায় নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার মাসব্যাপী সড়ক দূর্ঘটনা রোধকল্পে সচেতনমূলক প্রশিক্ষণ আজ ২০ অক্টোবর, ২০১৯ রবিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজে উদ্বোধন করেন প্রধান অতিথি নারী নেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, নগর মাতা, সমাজ সেবী শাহীন আক্তার রেনী, সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জনাব মোঃ তাইফুর রহমান।
সোহান রেজার উপস্থাপনায় সূচনা বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু। প্রধান অতিথি শাহীন আকতার রেনী বলেন আবেগে নয় সত্যিকার ভাবে দেশকে, মানুষকে ভালবেসে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নিজে যেমন সচেতন হতে হবে অন্যকেও সচেতন করতে হবে তাহলে দুর্ঘটনার হার কমে আসবে।
সবার উচিত নিয়ম মাফিক সড়কে চলাচল করা। আজকে যারা প্রশিক্ষণ নিবে তাদের উচিত হবে অন্যদেরকেও প্রশিক্ষণ দেবার। পঁচিশ বছর আগে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়ে ওঠা নিরাপদ সড়ক চাই আন্দোলন আজ সার্বজনিন দাবি। এ দাবি আমাদের সকলের।
জাতীয় সঙ্গীত, নিরবতা, শোক প্রস্তাবের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সোহান রেজা, ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ ও সানজিদা সুইটি।
সহযোগিতায় ছিলেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক সাবান আলী দিলীপ, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু।