করোনাভাইরাস ঠেকাতে নিজ উদ্যোগে সচেতন থাকার বিকল্প নেই: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ নিউজ: করোনাভাইরাস ঠেকাতে সচেতনতায় বিকল্প নেই বলে মনে করেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, সারাবিশ্ব এখন করোনার কারণে থমকে গেছে। এ রোগ থেকে দূরে থাকার উপায় হচ্ছে সচেতন থাকা। আশঙ্কা প্রকাশ করে এই অভিনেতা বলেন, করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে যেসব প্রবাসীরা এসেছে তাদের প্রথমদিকে আমরা সচেতন ভাবে রাখতে পারিনি। এজন্য আমরা প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছি। তাই নিজ উদ্যোগে সচেতন থাকার বিকল্প নেই। ইলিয়াস কাঞ্চন বলেন, জনসমাগম এড়িয়ে চলতে হবে। ব্যবহারের জিনিস, নিয়মিত হাত ধোয়া থেকে শুরু করে সবকিছুইতে সচেতন থাকতে হবে। প্রয়োজনে নামাজ বা প্রার্থনা ঘরে বসে আদায়ের চেষ্টা করতে হবে। নিজেকে রক্ষা করার জন্য সচেষ্ট হলে অন্যজন ভালো থাকবে। আমরা শুধুমাত্র সচেতন থাকলেই করোনা সংক্রামক দূর করতে পারবো।
শনিবার (২১ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি করার পাশাপাশি হ্যান্ড গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই কর্মসূচিতে ব্ক্তব্যকালে এসব কথা বলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে এই র্যালিতে অংশ নেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও নায়ক ইলিয়াস কাঞ্চন,অভিনেত্রী দিলারা জামান।আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি রুবেল, কার্যকরি সদস্য অরুন বিশ্বাস, অঞ্জনা, আলেক জান্ডার বো জয় চৌধুরী জেসমি প্রমুখ।