
বগুড়ায় ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ভিপি সুলতান, সা: সম্পাদক মুক্তা ও সাংগঠনিক রাজু
আগামীকাল থেকে বনজৌর রেস্টুরেন্টের ৩২ ধরনের রাজকীয় ইফতার

শফিক আহমেদ সাজীব, নিরাপদ নিউজ: চট্টগ্রামের অভিজাত আন্তর্জান্তিক মানস্পন্ন রেস্টুরেন্ট বনজৌর এ ১ মে ২০২০ শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজকীয় ইফতার মেনুর আয়োজন। প্রায় ৩২ ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক মেনুর সাথে থাকছে ২টি বিশেষায়িত ইফতার সেটবক্স।
প্রতিদিন দুপুর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত বনজৌর এর ইফতার সামগ্রী কিনে নিতে পারবেন। আগাম অর্ডার করে যে কোন আয়োজনের জন্য সরবরাহ নিতে পারবেন ইফতার সেটবক্স।
বনজৌর এর ইফতার মেনুতে যা যা থাকছে-বনজৌর স্পেশাল মাটন হালিম, চিকেন হালিম, মেজবানি বিফ, মাটন তেহেরী, হায়দ্রাবাদী বিরিয়ানি (মাটন এবং চিকেন), পরোটা, বাটোরা, চিকেন সাসলিক, ফিস কোফতা, তান্দুরী চিকেন,চিকেন ইরানী কাবাব, চিকেন টাংগরি কাবাব, নার্গিস কোফতা, স্পাইসি বিফ চপ, ফ্রাইড চিকেন, প্রণ কাটলেট, চিকেন ললিপপ, গ্রীল চিকেন, চিকেন কাটলেট, বিফ জালি কাবাব, এগ ভেজিটেবল রোল, জাফরন জিলাপি, শাহী জিলাপি, মিস্টি দই, ফিরনি, পাটিসাপটা পিঠা।
এছাড়া রয়েছে ৫৯৯ ও ২৯৯ টাকা মুল্যের দুটি ইফতার সেট বক্স । সেট বক্সে কি কি থাকছে এবং বনজৌর-এর প্রতিটি ইফতার মেনুর মুল্য জানতে হলে ইমেজে চোখ বুলিয়ে নিতে হবে।
অগ্রীম অর্ডার বা সরাসরি এসে সামাজিক দুরত্ব বজায় রেখে বনজৌর রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের ইফতার সামগ্রী কিনে নিতে পারেন।