সিলেটে আজ আরও ৯ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের তিন জেলায় নতুন করে আরও ৯ জনের করোনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রোববার (০৩ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত ল্যাবে দুই ধাপে ১৮৮ জনের মধ্য থেকে ৯ জনের পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে সিলেট জেলার ৬ জন, মৌলভীবাজারের ২ জন এবং সুনামগঞ্জের ১ জন। এছাড়া হবিগঞ্জের আজ কেউ শনাক্ত হননি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই নিয়ে সিলেট বিভাগে মোট ২৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।