নিসচা মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল এর শ্বাশুড়ীর ইন্তেকাল: নিসচার শোক প্রকাশ

নিরাপদ সড়ক চাই (নিসচা) মহাসচিব জনাব সৈয়দ এহসান উল হক কামাল এর শ্বাশুড়ী সাবেরা হাশেম আজ (৮মে) বিকেল সাড়ে তিনটায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ এশা মুগদা কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিসচা পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিসচা মহাসচিব জনাব সৈয়দ এহসান উল হক কামাল সকলের কাছে মরহুমার জন্য দোয়া কামনা করেছেন।