ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। জাকির হোসেন জাকির (৬৭) নামে বাংলাদেশি ঐ কমিউনিটি নেতা শনিবার স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি ফেনীতে।
জানা গেছে, ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতি, মিলান-মোনছা-ব্রিয়ানছার উপদেষ্টা জাকির হোসেন জাকির দীর্ঘ দিন ধরে সপরিবারে মিলানে বসবাস করে আসছিলেন।
শনিবার (১৬ মে) স্থানীয় সময় সকাল ৭ টায় ইতালির মিলান শহরের নিগোয়ারদা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
ইতালিতে বসবাসরত কমিউনিটি নেতা ও সাংবাদিক তুহিন মাহামুদ জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহত্তর নোয়াখালী সমিতি, মিলান-মনযা-ব্রিয়ানযা, ইতালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফিরোজ আলম জানান, তিনি খুব ভাল মানুষ ছিলেন বার্ধক্যজণিত কারনে তার মৃত্যু হয়েছে।
বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইতালির বাংলা কমিউনিটিতে।