বগুড়ার শেখেরকোলায় ঈদের আনন্দ ভাগ করে নিতে সমাজ সেবক সাজুর ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে মহামারী করোনা দূর্যোগে অসহায়, দুস্থ মানুষ যাতে কষ্ট না পায় এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে সমাজ সেবক সাজু’র ব্যতিক্রম উদ্যোগে ঈদ সামগ্রী লাচ্ছা সেমাই, চিনি, ছোলা ও বস্ত্র বিতারণ করা হয়েছে। শনিবার (১৬সে) সকাল সাড়ে ১১টায় বগুড়ার সদরের শেখেরকোলা গ্রামের বিশিষ্ট তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী সাহাজুল ইসলাম সাজু’র নিজস্ব অর্থায়নে, এলাকার প্রায় শতাধিক কর্মহীন গরীব ও অসহায় মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাজু বলেন, আমাদের আশেপাশের কেউ যেনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমার এই ক্ষুদ্র আয়োজন। এসময় উপস্থিত ছিলেন, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, সাবেক চেয়ারম্যান সাহজাহান আলী ধলু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মির্জা হাকিম মন্ডল, যুবলীগ সাধারণ সম্পাদক রঞ্জু হোসেন তোজাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, সমাজ সেবক মোঃ দুদু মিয়া প্রাঃ, আবুল কাসেম, সোলাইমান আলী, জালুু মিয়া, পলাশ, জাহিদুল প্রমুখ।