শিবগঞ্জে হোটেল শ্রমিকদের পাশে দাড়ালেন এমপি জিন্নাহ্

৩৭ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ করোনা দূর্যোগ মোকাবেলায় উপজেলার কর্মহীন হোটেল শ্রমিকদের পাশে দাড়িয়েছেন। সোমবার বিকালে উপজেলা সদরের শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার শতাধিক নারী ও পুরুষ হোটেল শ্রমিকদের মাঝে খাবার সহায়তা, ইফতার বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। জিন্নাহ্ এমপির পক্ষে উপস্থিত থেকে খাবার সহায়তা, ইফতার ও নগদ অর্থ বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্বায়ক যুব নেতা হুসাইন শরীফ সঞ্চয়। এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাজবীর শরীফ সাম্য পৌর ছাত্র সমাজের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, যুবনেতা শরিফ । উপস্থিত হোটেল শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে বাড়ি ফিরে যান।