কোভিড ১৯: বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও সুস্থ্য হওয়ার রেকর্ড

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং সুস্থ্য হওয়ার সংখ্যা একদিনে সর্বোচ্চ ২ লাখ ছাড়িয়েছে বিশ্বে।আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এনিয়ে মোট আক্রান্ত ১ কোটি ০৮ লাখ ০৩ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সুস্থ্য হয়েছেন ০২ লাখ ৩২ হাজার ৩২৭ জন।আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬০ লাখ ২৮ হাজার ২৯৮ জন।অপরদিকে ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ গেছে ৫ হাজার ৩৯ জনের। এ নিয়ে করোনারায় বিশ্বে মোট মৃত্যু হয়েছে বিশ্বের ৫ লাখ ১৮ হাজার ৯৬৮ জন মানুষ। সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ও ভারতে। যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় ৫২ হাজার মানুষ। ব্রাজিলে প্রায় ৪৫ হাজার ও ভারতে প্রায় ২০ হাজার নতুন রোগি শনাক্ত হয়েছে। এদিকে, করোনা পরিস্থিতিতে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, দক্ষিণ সুদান, কঙ্গোসহ সংঘাতপুর্ণ এলাকায় দ্রুত বৈরিতা পরিহারের আহবান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এছাড়া, মধ্যপ্রাচ্যে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।