বৃহস্পতিবার সিলেটের দুই ল্যাবে ১৩২ জনের করোনা পজেটিভ

বৃহস্পতিবার (১৬) জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বৃহস্পতিবার ২৮২ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩২ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন। তিনি জানান, সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে ২১ জনই সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ জন, ওসমানীনগরের ২ জন, বিশ্বনাথের ২ জন এবং গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কানাইঘাট ও বালাগঞ্জ উপজেলার একজন করে রয়েছেন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২ জন এবং সুনামগঞ্জ জেলার ১৭ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩২১ জন ও সুনামগঞ্জ জেলায় ১২৫৫ জন।