আরজে নিরবের উপস্থাপনায় অনলাইন বৈশাখী আড্ডা

আরজে নিরবের উপস্থাপনায় বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে বৈশাখী অনলাইন আড্ডা। নিকোলাস হীরার প্রযোজনায় সরাসরি প্রচার হচ্ছে বৈশাখী টিভি ফেসবুক অনলাইন ও ইউটিউব চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে। নিকোলাস হীরার প্রযোজনায় সরাসরি প্রচার হচ্ছে বৈশাখী টিভি ফেসবুক অনলাইন ও ইউটিউব চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের স্টুডিওতে ধারণকৃত সরাসরি এ অনুষ্ঠানে প্রতিপর্বে থাকছেন একজন কমেডিয়ান ও একজন সংগীত শিল্পী। গান আর ফানই অনুষ্ঠানের মূল উপজীব্য। আগামীকাল ১৭ জুলাই অংশ নেবেন সংগীতশিল্পী অনিন্দিতা সাহা অথি ও কমেডিয়ান শাহীন খান। ১৮ জুলাই অংশ নেবেন সংগীতশিল্পী দিপা ও জনপ্রিয় অভিনেতা ওলিউল হক রুমি। এছাড়া বৈশাখী টিভিতে অংশগ্রহণকারি সব কণ্ঠশিল্পী ছাড়াও অতিথি তালিকায় ধারাবাহিকভাবে আরো আছেন- সাজু খাদেম, জামিল, রুমি, হায়দার আলী, মম মোরশেদ, আবু হেনা রনি, শাওন, সজল প্রমুখ।
অনুষ্ঠানটি নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, করোনাকালে সব যেন স্থবির, মানসিক হতাশায় ভাসছে যেন পুরো দেশ। তাদের উজ্জীবিত করা, ঘটনার সত্যতা তুলে ধরা এবং দর্শকদের বিনোদন দেয়াই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি বৈশাখী আড্ডা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।