গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার বানেস্বর গ্রামের শাহীদুল ইসলাম (৫০), একই জেলার গঙ্গাচড়া উপজেলার কিশমতপুর গ্রামের সাহেব মিয়া (৩০) ও একই উপজেলার ইসমতপুর গ্রামের কাজল মিয়া (৩০)। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি দল হাইওয়ে পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান থেকে মৃত তিনজনকে এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।