জমে উঠেছ সিলেটের কাজীর বাজারে শেষ রাতের গরুর বাজার

সিলেটে পশু কেনাবেচার অন্যতম বড় হাট কাজীরবাজারে আজ ঈদের আগের রাতে পশু কেনাবেচা জমে উঠেছে। বিক্রেতারা বলছেন, গরুর দাম স্বাভাবিক আছে।তবে ক্রেতারা বলছেন দাম অনেক বেশি।তবে অনেক ক্রেতারা মনে করছেন শেষ রাতের দিকে দাম কিছুটা কমতে পারে।বাজারে এখন পর্যন্ত পর্যাপ্ত গরু মজুদ আছে। অনেক ক্রেতারা গত কয়েকদিন থেকে বাজার যাচাই করেছেন। কোন বাজার থেকে কোন বাজারের গরুর দাম কম বা বেশি, তা জানতে বিভিন্ন হাটে ঘুরছেন তারা। আবার অনেকে শেষ রাতে দাম কমে যেতে পারে এই আশা নিয়ে অপেক্ষায় আছেন। ব্যবসায়ীরা গরুর দাম স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন, দাম অনেক বেশি। রাত ১০ টায় কাজিরবাজার পশুর হাটে কথা হয় ক্রেতা মাশুক আহমদ রিপনের সাথে তিনি নিরাপদ নিউজকে জানান দাম অনেক বেশি চাচ্ছেন বিক্রেতারা।তিনি বলেন মাজারি গরুর চাহিদা বেশি থাকায় দাম অনেক বেশি চাচ্ছেন বিক্রেতারা। কয়েকজন গরু ব্যবসায়ী জানান, আজ শুক্রবার বিকালের দিকে হঠাৎ করে গরুর দাম বেড়ে গিয়েছিল। তবে সন্ধ্যার পর সেই অবস্থা আর থাকেনি, দাম বর্তমানে স্বাভাবিকই আছে। তবে বাজারে এখন পর্যন্ত পর্যাপ্ত গরুর মজুদ আছে ও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।