English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

ঈদে ৩০০ তালেবান বন্দিকে মুক্তি দিল আফগান সরকার

- Advertisements -

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফগান সরকার শুক্রবার তালেবানের আরও ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবানের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় এ পর্যন্ত আফগান সরকার ৪ হাজার ৯০০ বন্দিকে মুক্তি দিল।
রবিবার আফগানিস্তানের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, পারওয়ান প্রদেশের কারাগার থেকে নতুন করে ৩১৭ তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট মুক্তি দেওয়া বন্দির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৭ জনে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি শুক্রবার তালেবানের আরও ৫০০ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারই অংশ হিসেবে এই ৩১৭ বন্দিকে মুক্তি দেওয়া হয় এবং এটি প্রকৃতপক্ষে আফগান সরকারের পক্ষে শুভেচ্ছার নিদর্শন।
ঈদের আগে তালেবান আকস্মিকভাবে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এর বিপরীতে আফগান সরকার বন্দিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করে। খুব শিগগিরি আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে বলে কথা রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন