বিশ্বজুড়ে প্রতিদিনই যেন আরও কোনঠাসা হচ্ছে চীন। এবার বিশ্বের বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্মেও চাপে বেইজিং। ভুয়া ও বিতর্কিত কন্টেন্ট থাকার অভিযোগে ২,৫০০ এরও বেশি চীনের সম্পর্কিত অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে বলে জানাল ইউটিউব।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর এপ্রিল থেকে জুন মাসে ইউটিউবে চীন সম্পর্কিত ভুয়া খবরের বিষয়ে তদন্ত করা হয়। তাতে অভিযুক্ত প্রায় ২,৫০০ এরও বেশি চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে।
বেশিরভাগ চ্যানেলগুলিতেই অরাজনৈতিক ভিডিওই থাকত বলে জানিয়েছে ইউটিউব। তবে ভিডিওগুলিতে ভুয়া তথ্য থাকত। আর সে কারণেই কমিউনিটি গাইডলাইন মেনে এমনটা করা হয়েছে।
এর আগে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সংস্থা গ্রাফিকা এ ধরনের ভুয়া চ্যানেল ও টুইটার অ্যাকাউন্টের বিষয়ে জানিয়েছিল।
যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস। তবে, এর আগে এ জাতীয় কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/eydt
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন